খাগড়াছড়ি, , শুক্রবার, ৯ জুন ২০২৩

দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের মোড়ে মোড়ে মৌসুমী ফলের পসরা

প্রকাশ: ২০২৩-০৫-১৭ ১৭:৪৩:৩৫ || আপডেট: ২০২৩-০৫-১৭ ১৭:৪৪:৪৯

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি।।

দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের মোড়ে মোড়ে মৌসুমী ফলের পসরা বসেছে। স্থানীয় পাহাড়িরা তাদের নিজস্ব বাগানে উৎপাদিত মৌসুমী ফলের পশরা বসায় প্রতিদিন। এসব ফল তাজা বিষমুক্ত হওয়া খুশি পথচারী ও পর্যটকরা। 

সরেজমিনে দেখা যায়, দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের ২০কিলোমিটার জুড়ে দুই/এক কিলোমিটার যেতেই চোখে পড়ে মৌসুমী ফলের পসরা নিয়ে বসে আছে কৃষাণ-কৃষাণীরা।

উপজেলার ভৈরফা মুখ, নয় মাইল, দশ মাইল এবং লারমা স্কয়ার এলাকায় এসব পসরা বসে। স্থানীয় কৃষাণ-কৃষাণীরা কেউ আম, আবার কেউবা লিচু, কাঠাঁল, জামরুল, রক্তগোটা ইত্যাদি নিয়ে পশরা সাজিয়ে বসেছে। তবে দামে কম পাওয়ায় খুশি ক্রেতারা।

সাজেকগামী পর্যটক মো: সাইফুল ইসলাম নামে একজন ক্রেতা বলেন, ‘শহরের বাজারে তাজা ফল পাওয়া যায় না। যদিও পাওয়া যায় তা পুরোপুরি ফরমালিনমুক্ত নন। তাই পাহাড়ে রাস্তার ধারে বসা কৃষকদের নিকট থেকে কম দামে বিষমুক্ত ফল কিনে নিচ্ছি।’

এ বিষয়ে মাইল এলাকার খগেশ্বর ত্রিপুরা জানান, ‘আমি দুই একর জুড়ে লিচু এবং বিভিন্ন জাতের আম চাষ করেছি। আমি সব ফলই রাস্তার ধারে বিক্রি করেছি। এতে করে পরিবহন খরচ ছাড়াই তাজা বিষমুক্ত ফল সাধারণ পথচারী বা পর্যটকদের নিকট তুলে দিতে পারছি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.