প্রকাশ: ২০২৩-০৫-০৪ ১৭:১২:০৯ || আপডেট: ২০২৩-০৫-০৪ ১৭:১৩:৪৩
সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি।
মহামানব বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহানির্বাণ লাভসহ ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ (বৈশাখী) পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৪মে) সকালে ঐতিহ্যবাহী দীঘিনালা বৌদ্ধ বিহারে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে শোভাযাত্রার উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান।
শোভাযাত্রার উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানজ্যোতি চাকমা, উপজেলা ভিক্ষু সংঘের মধ্যে উপদেষ্টা প্রধান বিশুদ্ধানন্দ মহাথেরো।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দীঘিনালার সব কয়টি বৌদ্ধ বিহারে সকালে শত শত বৌদ্ধ ধর্মালম্বীরা প্রদীপ প্রজ্জ্বলন করেন। এছাড়াও সকালে চাকমা, মারমা ও বড়ুয়া সম্প্রদায়ের লোকজন দীঘিনালা বিহারে বিশ্ব শান্তি কামনায় প্রদীপ প্রজ্জ্বলন করে।
বিহারে প্রদীপ প্রজ্জ্বলন শেষে পূর্ণ্যার্থীরা মঙ্গল শোভাযাত্রটি উপজেলার লারমা স্কোয়ার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে মেইন কলেজ গেইট এলাকায় ফিরে এসে শেষ হয়।
এছাড়াও এ উপলক্ষে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের মাঝে সুস্বাদু খাবার বিতরণ করা হয়।
গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ’ এই ত্রি-স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত।