প্রকাশ: ২০২৩-০৬-১৯ ০৯:১০:০১ || আপডেট: ২০২৩-০৬-১৯ ০৯:১৯:২১
প্রতিনিধি, দীঘিনালা।।
খাগড়াছড়ি দীঘিনালায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন হয়েছে। এতে বিজয়ী প্রতিযোগির মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল রবিবার (১৮জুন) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় এ পুরস্কার বিতরণ করা হয়।
এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় আয়োজিত পুরস্কার বিতরন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সটাক্টর (ইউআরসি) মোহাম্মদ মাইনুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় শতাধিক বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
আলোকিত পাহাড়/সোহানুর/দীঘিনারা/খাগড়াছড়ি