প্রকাশ: ২০২৩-০৯-১৪ ১৬:৩৫:৪৪ || আপডেট: ২০২৩-০৯-১৪ ১৬:৩৬:২৯
সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি।।
‘খেলবো লড়বো পড়বো সমৃদ্ধ দীঘিনালা’- প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালায় গ্রীম্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় উপজেলার ফুটবল খেলার মাঠে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ফুটবলের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে উদাল বাগান উচ্চ বিদ্যালয় বনাম পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় অংশ নিয়ে উদাল বাগানকে ৪-২ গোলে পরাজিত করে।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ্ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম।
তিনি বলেন, ‘অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে ফিরিয়ে আনতে হবে।’
এসময় অন্যদেন মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, উপজেলা ভিডিপি এডজ্যুটেন্ট শাহ্ মোফাচ্ছেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা, দীঘিনালা থানার এসআই নুর উদ্দীন, উপজেলা ক্রীয়া কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ মোশর্দী উপস্থিত ছিলেন।