খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ত্রিপুরাদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বৈসু উপলক্ষে রামগড়ে র‌্যালি

প্রকাশ: ২০২৩-০৪-১২ ১৮:৪০:৫০ || আপডেট: ২০২৩-০৪-১২ ১৮:৪২:৩০

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় প্রতিনিধি।।

‘আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম’, রামগড় উপজেলা শাখার উদ্যোগে রামগড়ে ত্রিপুরা জাতির ঐতিহ্যবাহী সামাজিক প্রধান উৎসব -১৪৩৩ ত্রিপুরাব্দ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১২এপ্রিল) সকালে রামগড় বিজয় ভার্স্কয প্রাঙ্গনে হতে ঐতিহ্যবাহী বিভিন্ন রঙিন পোশাকে বৈসু উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভার্স্কযে এসে শেষ হয়। পরে ঐতিহ্যবাহী গরয়া নৃত্য সহ নানান ধরনের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয়।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের রামগড় আঞ্চলিক শাখার সভাপতি হরি সাধন বৈষ্ণব সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

এ সময় আরও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো. নাজিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাশ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের রামগড় আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক শ্যামল ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের রামগড় উপজেলা শাখার সভাপতি চুপান্তি ত্রিপুরা সহ রামগড় ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.