খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ছোট গাছবান পাড়ায় জগন্নাথ-বলদেব-সুভদ্রা মহারানীর উল্টোরথ উৎসব পালন

প্রকাশ: ২০২৩-০৬-২৯ ১১:৪৮:৫৫ || আপডেট: ২০২৩-০৬-২৯ ১২:১১:০৩

নিজস্ব প্রতিনিধি।।

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের আওতাধীন ৯নং ওয়ার্ড ছোট গাছবান পাড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ -বলদেব-সুভদ্রা মহারানীর উল্টো-রথযাত্রা উৎসব পালিত হয়েছে।

উৎসব উপলক্ষে গতকাল বুধবার (২৮জুন) বিকেলে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিতি ছিলেন ছোট গাছবান পাড়ার সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের ভূমিদাতা অলেন কান্তি ত্রিপুরা, খাগড়াছড়ির রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা ও অর্থ সম্পাদক লিটন ত্রিপুরা, ৫মাইল ললিত চন্দ্র কার্বারী পাড়ার কার্বারী ননে রঞ্জন ত্রিপুরা, ছোটগাছবান পাড়া শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধন মোহন ত্রিপুরা।

পরে সভা শেষে শত শত মহিলা-পুরুষ ও শিশু ভক্তদের সমন্বয়ে শিব মন্দির প্রাঙ্গন থেকে উল্টোরথ যাত্রা শুরু করে চন্দ্রকুমার পাড়াস্থ শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে এসে সমাপ্ত হয়।

এদিকে শুরু থেকে জগন্নাথ দেবের সেবায় নিয়োজিত ছিলেন শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অজয় ত্রিপুরা অনিল। তিনি বলেন, সপ্তাহব্যাপী জগন্নাথ উৎসবে যারা মহাপ্রসাদের ব্যবস্থা সহ বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেছেন তাদেরকে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সমাপনী অর্থাৎ শেষ দিনে মহাপ্রসাদের ব্যবস্থা করেন স্থানীয় তরুন ব্যবসায়ী সাগর ত্রিপুরা ও তার সহধর্মিণী হেলিনা ত্রিপুরা সহ তার পরিবারবর্গ।এছাড়াও গত সোমবার (২৬জুন)খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত, পিএসসি আংশিক মন্দির পরিদর্শন কালে মহাপ্রসাদ বাবদ ৪হাজার টাকা প্রদান এবং মঙ্গরবার (২৭জুন) দুপুরে সোনালী ব্যাংকের খাগড়াছড়ি শাখা প্রধান (এজিএম) সমর কান্তি ত্রিপুরা এবং তার সহধর্মিনী সাগরিকা ত্রিপুরা সহ তার পরিবারবর্গ মন্দিরের জন্য ২টি ফ্যান প্রনামী উৎস্বর্গ করেন।

ধর্মীয় সভা শেষে শিব মন্দির থেকে হাজারো ভক্ত সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দির থেকে দীর্ঘ পথ রথ টেনে নিয়ে আসেন। সন্ধ্যায় চন্দ্রকুমার পাড়ায় শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গনে রথ টেনে নিয়ে যান।

এর আগে গত মঙ্গলবার (২০জুন) বিকালে  শ্রী শ্রী জগন্নাথ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জগন্নাথ-বলদেব-সুভদ্রা মহারানীর রথ রশি টেনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য চায়না ত্রিপুরা।এসময় শ্রী শ্রী সার্বজনীন শিব মন্দির দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি মধুসূদন ত্রিপুরা, ছোট গাছবান পাড়ার শ্রী শ্রী সার্বজনীন শিব মন্দির মন্দির পরিচালনা কমিটির সভাপতি ধনমোহন ত্রিপুরা সহ স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.