খাগড়াছড়ি, , শুক্রবার, ৯ জুন ২০২৩

খাগড়াছড়িতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০২৩-০৫-২৫ ১৮:৩৪:০১ || আপডেট: ২০২৩-০৫-২৫ ১৮:৩৪:০৭

খাগড়াছড়ি প্রতিনিধি।।

“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়”-এ স্লোগানে খাগড়াছড়িতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫মে) সকালে জেলা প্রশাসক সম্মেলন হলে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান ভূমি বিষয়ে বলেছেন, ভূমি ব্যবস্থাপনা বিষয়ে মানুষের ভোগান্তি কমাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সেবার মনমানসিকতা নিয়ে কাজ করছে। সরকার ভূমি জটিলতা নিরসনে ডিজিটালাইজড পদ্ধতি চালু করেছে। দুর্নীতি কমিয়ে এনে জনগণের দৌঁড়গোড়ায় সরকারি সেবা আরো কীভাবে বৃদ্ধি করা যায় সে লক্ষ্যে সরকার মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। দুর্নীতিমুক্ত সেবা দিতে আমরা বদ্ধপরিকর,আমি ও আমার অফিস সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। আমার অফিসের কোথাও ঘোষ লেন-দেন বা ঘুষ দাবি করলে বলবেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। খাগড়াছড়িতেও স্মার্ট ভূমি সেবার আওতায় দ্রুত নামজারি রেজিস্ট্রেশন করা হচ্ছে। তিনি টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সমন্বয়ে গঠিত এক্টিভ সিটিজেন গ্রুপ(এসিজি) ভূমি কমিটির জনসচেতনতামূলক কর্মকান্ডের প্রশংসা করেন।

এ জনসচেতনতামূলক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মং সার্কেল সাচিং প্রু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন, একটিভ সিটিজেন গ্রুপ(এসিজি) সমন্বয়ক আব্দুর রহিম হৃদয়।

এসময় টিআইবি-খাগড়াছড়ির এরিয়া কো-অর্ডিনেটর আব্দুর রহমান, একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)র সমন্বয়ক সাংবাদিক মোঃ মাইনুদ্দিন, মৌজাপ্রধান হেডম্যানগণ, খাগড়াছড়িতে অবস্থানরত সকল ব্যাংকের ম্যানেজারগণ, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ছাত্রী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে মুহূর্তে মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পাওয়া ৫ জন সুবিধাভোগীকে জমি রেজিস্ট্রেশনের দলিল বুঝিয়ে দেয়া হয়।

আলোকিত পাহাড়/হৃদয়/খাগড়াছড়ি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.