প্রকাশ: ২০১৯-০৩-০৬ ১৭:৫৭:৪৯ || আপডেট: ২০১৯-০৩-০৬ ২৩:৪৯:৫৭
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি পৌর শহরের এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩ টি অস্ত্রসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ এর একটি দল।
বুধবার (৬ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদরের শাপলা চত্বর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুইটি বিদেশী তৈরী পিস্তল, একটি দেশীয় তৈরী অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ রঞ্জন চাকমা ও ধনঞ্জয় ত্রিপুরাকে আটক করে র্যাব-৭সহ যৌথবাহিনীর একটি দল।
আটককৃতরা খাগড়াছড়ি জেলাস্থ দীঘিনালা উপজেলার বাবুপাড়া এলাকার দয়া মোহন চাকমার ছেলে রঞ্জন চাকমা ও রায় মোহন ত্রিপুরার ছেলে ধনঞ্জয় ত্রিপুরা।
খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব- ৭। এ সময় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত।