প্রকাশ: ২০২৩-০৯-১৯ ১৭:০৭:৩৯ || আপডেট: ২০২৩-০৯-১৯ ১৭:১১:৪২
প্রতিনিধি, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল যৌথ আয়োজনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটরিয়ামে ৬৭জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: মোহতাশিম হায়দার চৌধরী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। তিনি বলেন, শুধু সার্টিফিকেট অর্জন করাই যেন আমাদের মূল লক্ষ্য না হয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবনযাপন করতে শেখায়; দুস্থ মানুষের পাশে দাঁড়াতে শেখায়। আর দেশকে এগিয়ে নিয়ে যেতে উচ্চ শিক্ষার বিকল্প নাই। সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় খাগড়াছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল আবুল হাসনাত,খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রুবায়েত আলম,
নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।