খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

খাগড়াছড়িতে মারমা উন্নয়ন সংসদের দীর্ঘ মেয়াদে আবৃত্তি প্রশিক্ষণের সূচনা

প্রকাশ: ২০২৩-০৯-০৩ ১৯:০৩:০২ || আপডেট: ২০২৩-০৯-০৩ ১৯:০৩:০৮

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে “মারমা উন্নয়ন সংসদ (মাউস)’-এর উদ্যোগে দীর্ঘ মেয়াদে প্রমিত উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ” র সূচনা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়াস্থ ‘মাউস’ কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষন উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যজরী মারমা।

মারমা উন্নংন সংসদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক- আবৃত্তিশিল্পী ও কবি চিংলামং চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি বক্তা ছিলেন  মাউস”র কেন্দ্রীয় সা. সম্পাদক ও পৌর কাউন্সিলর মংনু মারমা বলে, ‘আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট’ পদকপ্রাপ্ত লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী এবং পানখাইয়াপাড়া সর: প্রা: বিদ্যালয়’র প্রধান শিক্ষক নুনুপ্রু মারমা।

অনুষ্ঠানে “সম্মিলিত আবৃত্তি জোট- চট্টগ্রাম’-এর সংগঠক এবং সুখ্যাত আবৃত্তি প্রশিক্ষক ফারুক তাহের আবৃত্তি বিষয়ক ধারণা উপস্থাপনা করেন।

সভায় উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে ক্যজরী মারমা বলেন, পাহাড়ে বসবাসরত নৃ- গোষ্ঠি সমূহের পরিবার- সমাজে স্ব স্ব মাতৃভাষার ব্যবহার প্রতিষ্ঠিত আচার। শিক্ষা প্রতিষ্ঠাণ এবং অফিসিয়ালি জাতীয় বাংলা ভাষাতেই সবকিছু অনুসরণ করতে হয়। শৈশবকাল থেকে জাতীয়ভাষা বাংলায় অদক্ষতার কারণে শিশুরা যেমন নানা সমস্যায় পড়েন; তেমনি আমরা বড়োরাও নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করছি। তাই মাউস, এই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। তিনি এই উদ্যোগ নেয়ার পেছনে কবি ও গবেষক চিংলামং চৌধুরী’র অবদানের জন্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.