প্রকাশ: ২০২৩-০৬-১৬ ১১:৫৮:২১ || আপডেট: ২০২৩-০৬-১৬ ১১:৫৮:২৬
প্রতিনিধি, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি সদরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট,বালক অনূর্ধ্ব -১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫জুন) বিকাল সাড়ে ৪টায় ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা নির্বাহী অফিসার (অতি: দা:) মো: এরফান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম।
এ দিন ফাইনাল খেলায় অপ্রতিরোধ্য ভাইবোনছড়া ইউনিয়ন বালক অনূর্ধ্ব -১৭ ও খাগড়াছড়ি সদর ইউনিয়ন বালক অনূর্ধ্ব -১৭ দুটি দল অংশ নেন। এতে খাগড়াছড়ি সদর ইউনিয়ন বালক দলকে ৩-০ গোলে পরাজিত করেন ভাইবোনছড়া ইউনিয়ন বালক দল।
এ সময় খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানদত্ত ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা সহ ক্রীড়া সংস্থা’র অন্যান্য সদস্য ও বিভিন্ন ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোকিত পাহাড়/কেবিটিজে/খাগড়াছড়ি