খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

খাগড়াছড়িতে “দর্পিত শপথে শ্রদ্ধার্ঘ্য পিতা’ শিরোনামে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

প্রকাশ: ২০২৩-০৯-০১ ১১:৫৩:৪০ || আপডেট: ২০২৩-০৯-০১ ১১:৫৫:০৩

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের জেলা শাখা’র উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্য খাগড়াছড়িতে “দর্পিত শপথে শ্রদ্ধার্ঘ্য পিতা’ শিরোনামে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ উপলক্ষ্যে স্থানীয় আবৃত্তি ও অতিথি আবৃত্তি শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় আবৃত্তি সংসদ খাগড়াছড়ি জেলা শাখার আবৃত্তি সংসদের সভাপতি মথুরা বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

এ সময় বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ জেলা শাখা’র অনুষ্ঠান বিষয়ক সম্পাদক জেকি চাকমা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু আরো বলেন, বাংলাদেশের সঠিক ইতিহাস এই কবিতার মাধ্যমে জানতে হবে। কবিতার মাধ্যমে শিখতে হবে। শিক্ষা মানে কবিতা, শিক্ষা মানে গান। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র একটি কবিতার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। বঙ্গবন্ধুর সম্পর্কে সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এ আলোচনা সভার পরপরেই আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংবাদিক প্রদীপ চৌধুরী’র সম্পাদনায় ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে প্রকাশিত বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর বিশেষ প্রকাশনা  “পিতা” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শঙ্কর চাকমা, “স্পৃহা’র সাধারণ সম্পাদক মো: জানে আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)  মো: জসীম উদ্দিন, পার্বত্য জেলা পরিষদ’র প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্যাহ, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক চিংলামং চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সংসদের যুগ্ম সদস্য সচিব ফারুক তাহের, সম্মিলিত আবৃত্তি জোটের সহ-সভাপতি প্রণব চৌধুরীসহ স্থানীয় আবৃত্তি শিল্পীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.