প্রকাশ: ২০২৩-০৮-০৪ ১৯:৩৪:০০ || আপডেট: ২০২৩-০৮-০৬ ১৬:৪৯:৫৮
স্টাফ রিপোর্টার।।
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ’ খাগড়াছড়ি সদর কলেজ শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৪আগস্ট) বিকেল সাড়ে ৪টায় জেলা সদর মিলনপুরস্থ ‘বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ’র কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা।
এসময় ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি হিকোময় ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ত্রিপুরা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি বিপ্লব কান্তি ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি-সিনিয়র সহ-সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক-বর্তমান নেতৃবৃন্দ, সংগঠনের উপজেলা-ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং অভিভাবক ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সবায় ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের খাগড়াছড়ি সদর শাখার সাধারণ সম্পাদক নীলমনি ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক লসমী ত্রিপুরা। স্বাগত বক্তব্যে তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি/বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের নিকট ত্রিপুরা শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু এবং হোস্টেল ব্যবস্থাকরণের দাবি জানান।
সভায় বক্তারা ত্রিপুরা জাতির শিক্ষা, সংস্কৃতি ও সমাজ উন্নয়নে ছাত্র সমাজকে মানসম্মত শিক্ষা গ্রহণ, প্রযুক্তিতে দক্ষতা অর্জনসহ বিশেষ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা ও যোগ্য করে গড়ে উঠার আহবান জানান। এছাড়াও আগামীতে ত্রিপুরা ছাত্র সমাজের শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রমে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ এবং ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ (টিএসএফ,বিডি) সর্বদা পাশে থাকার আশ্বাস দেন।
সভা শেষে এবার ২০২৩সালে খাগড়াছড়ি সদর উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩জন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট এবং ২০২৩সালে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য যে, এবারের খাগড়াছড়ি সদর উপজেলার ৪টি কলেজ (খাগড়াছড়ি সরকারি কলেজ, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ) মিলে মোট ৩৪৭জন ত্রিপুরা শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিবে।