প্রকাশ: ২০২৩-০৫-২৮ ১৮:৫৮:৩২ || আপডেট: ২০২৩-০৫-২৮ ১৮:৫৮:৩৮
কাপ্তাই প্রতিনিধি।।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাপ্তাই প্রেস ক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দ।
আজ রবিবার (২৮ মে) দুপুরে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে ‘র কার্যলয়ের কাপ্তাই প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মতবিনিময় চলাকালে কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রাণবন্ত আলোচনা গণমাধ্যম কর্মীরা মুগ্ধ হয়েছেন।
মতবিনিময় শেষে আনুষ্ঠানিক ভাবে পেশাদার সাংবাদিকদের কাপ্তাই প্রেসক্লাবের নবনির্বাচিত ১২ সদস্য বিশিষ্ট কমিটির একটি তালিকা আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মাহফুজ আলমের নেতৃত্বে।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি মাহফুজ আলম, সাধারণ সম্পাদক মোঃরবিউল হোসেন চৌধুরী রিপন,সাংগঠনিক সম্পাদক রিপন মারমা, কার্যিনির্বাহী কমিটি সদস্য মাসুম বাবুল প্রমুখ।
আলোকিত পাহাড়/মাহফুজ/রাঙ্গামাটি