প্রকাশ: ২০২৩-০৬-১৭ ১৮:০৬:৩৮ || আপডেট: ২০২৩-০৬-১৭ ১৮:১১:৪৬
প্রতিনিধি, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ির আলুটিলাস্থ খাতুঙ গাইরিং এ সংগীত, আড্ডা আর কবিতায় মুখরিত ও উপভোগ্য এক সন্ধ্যা, যা প্রাণবন্ত অতীত বানিয়ে ফেললাম।গতকাল শুক্রবার (১৬জুন) সন্ধ্যা ৭টায় আলুটিলাস্থ খাতুঙ গাইরিংয়ে সংগীতানুষ্ঠান হয়। এসময় সরাসরি ফেসবুক লাইভেও প্রচারিত হয়। এই সংগীত সন্ধ্যা ও আড্ডা’র আয়োজন করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (অবঃ) ও জনপ্রিয় কন্ঠশিল্পী দীনময় রোয়াজা।
অনুষ্ঠানে সংস্কৃতি আড্ডায় অংশ নেন বিশিষ্ট কবি-সাহিত্যিক হাফিজ রশিদ খান, বিশিষ্ট সাংবাদিক রাশেদ মাহমুদ, আন্তর্জাতিক মাতৃভাষায় জাতীয় পদক প্রাপ্ত মথুরা বিকাশ ত্রিপুরা,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন টিভি’র জেলা প্রতিনিধি আবু দাউদ এবং গান পরিবেশন করেন খাগড়াছড়ির প্রবীণ শিল্পী,বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের কন্ঠশিল্পী মো. আবুল কাশেম,গীতিকার-সুরকার ও সংগীত পরিচালক-প্রশিক্ষক অশ্রু বড়ুয়াসহ সংগীতাঙ্গনে বিভিন্ন পর্যায়ের শিল্পীরা গান পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক,কবি ও সাহিত্যিক ইউসুফ আদনান ও কবি মো: শহীদ উল্লাহ।
এ দিন গানে গানে আর আড্ডায় মুখরিত ছিল সন্ধ্যা থেকে রাত অবধি।আড্ডা আর গানেই মুখরিত এক সন্ধ্যাটি ছিল অত্যন্ত সুন্দর ও চমৎকার। এ দিন পরিচিত মুখ,শ্রদ্ধেয় কবি,সাহিত্যিক,শিক্ষক আর শিল্পীদের দেখে বোঝা গেল সম্পর্কে আন্তরিকতা, বিশ্বস্ততা, শ্রদ্ধাবোধ ও ভালোবাসা থাকলে প্রাণে প্রাণ মিলে যায়। শত ব্যস্ততার মধ্যেও একটু সময় করে সবার অংশগ্রহণে হয়েছিল আরও মুখরিত। গান, কবিতা আর গল্পে পুরো সন্ধ্যাটা হয়ে উঠেছিল একটি প্রাণবন্ত ও উজ্জ্বলতায় ভরা। সন্ধ্যা থেকে গল্প আর আড্ডায় কখন যে রাত হয়ে আসছে তা টেরই পাওয়া যায়নি! ধীরে ধীরে রাত প্রায় সাড়ে ১০টা ঘনিয়ে আসে বিদায়ের ক্ষণ, অবসান হলো প্রাণের আড্ডা,প্রাণের কবিতায় অনুভূতি প্রকাশ,প্রাণের সংগীত সন্ধ্যা। অনুষ্ঠান শেষে ভিন্ন স্বাদে এবং ভিন্ন পরিবেশে রাতের খাবারের আয়োজন। রাতের ভোজনরত অবস্থায় বৃষ্টি আর হালকা ঝড় আসার পরে আড্ডা আরও খুব করে জমতে থাকে। বৃষ্টি থামলো,ঝড় কমলো,এখন যে যার গৃহে ফেরার পালা। কিন্তু প্রাণে যে আড্ডা,গান আর কবিতায় মিলনের এসেছে তা তো সহজে ফুরাবার নয়! এদিন সবারই বিশ্বাস, প্রাণের এই উচ্ছ্বাস ছড়িয়ে যাবে সবার মাঝে।
আলোকিত পাহাড়/জ্যাক/খাগড়াছড়ি