খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ঈদ উপলক্ষে লক্ষ্মীছড়িতে ছাত্রলীগের প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশ: ২০২৩-০৭-০৫ ১৭:৪৫:৩৪ || আপডেট: ২০২৩-০৭-০৫ ১৭:৪৫:৪১

প্রতিনিধি, লক্ষ্মীছড়ি।।
ঈদ উল আযহা উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে লক্ষ্মীছড়ি একাদশ ৪-২ গোলে হাটহজারী রয়েল বয়েস ক্লাব একাদশকে কড় ব্যবধানে হারায়।

গতকাল মঙ্গলবার(৪জুলাই) বিকেলে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বেপারি। উপজেলা ছাত্রলীগের সভাপতি হলুকাজাই চৌধুরী, সাধারণ সম্পাদক পারভেজ হোসেনসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় যতন চাকমা গোল করে দলকে এগিয়ে রাখে। ৩১ মিনিটের মাথায় নেসমিন চাকমা আরো একটি গোল করলে খোলার ফলাফল ২-০। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিট সেলিম এবং ৮৩ মিনিটের সময় প্রান্ত চাকমা গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-২। এদিকে হাটহজারি একাদশের দুর্জয় ও শামিম ২টি গোল করতে সক্ষম হয়।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সহিদুল্লাহ সজিব। সহকারি রেফারি অংক্যজাই মারমা ও মো: হোসেন।

আলোকিত পাহাড়/মোবারক/লক্ষ্মীছড়ি/খাগড়াছড়ি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.