প্রকাশ: ২০১৮-০৭-০৩ ১৯:৪১:০৬ || আপডেট: ২০১৮-০৭-০৩ ১৯:৪১:০৬
নিজস্ব প্রতিবেদক: তথ্য মন্ত্রণালয়ের অধীণ গণযোগাযোগ অধিদপ্তরের বাস্তবায়নাধীণ “গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ” শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ আয়োজন করে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস।
সোমবার (২জুলাই) ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে জেলা তথ্য অফিসার এস.এম.অনীক চৌধুরী এর সভাপতিত্বে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিমল ত্রিপুরা। প্রধান বক্তা ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ সংরক্ষিত মহিলা মেম্বার (৪,৫ও ৬নং ওয়ার্ড) করুণাময় চাকমা।
বিশেষ অতিথি খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তর’র জেলা প্রতিনিধি কোহিনুর মজুমদার। এছাড়াও অত্র এলাকার মেম্বার, নারী নেত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার মহিলা উপস্থিত ছিলেন।
মহিলা সমাবেশে বর্তমান সরকারের ২০০৯ থেকে একটানা ৯ বছরের নানামূখী উন্নয়ন কর্মকান্ড বিষয়ে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার এস.এম. অনীক চৌধুরী। তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ-একটি বাড়ী একটি খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সরকারের ফাস্ট ট্রেক ১০টি প্রকল্প রয়েছে-পদ্মা বহুমূখী সেতু প্রকল্প, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট, মাতার বাড়ী কোল পাওয়ার প্রজেক্ট, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (মেট্রোরেল) প্রকল্প, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর, পায়রা গভীর সমুদ্রবন্দর, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প ও দোহাজারী-রামু-মিয়ানমার, ঘুনধুম রেল লাইন প্রকল্প রয়েছে। বর্তমানে দেশে মাদকের ভয়াবহতা ও সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে দেশকে রক্ষা করার জন্য সরকারের মাদক বিরোধী অভিযান, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী অভিযান চলমান রয়েছে। এছাড়াও তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার, নারীর শিক্ষা, জেন্ডার সমতা নিশ্চিত করা এবং সরকারের বিগত ৯ বছরের জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্য অর্জন বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা করুণাময়ী চাকমা বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বিশেষ করে নারীর উন্নয়ন কর্মসূচি দেশে বিদেশে সুনাম অর্জন করেছে। সরকারের সকল উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহন করে সকলেই সর্বাত্মক সহযোগিতার আহবান জানান।
সমাবেশে প্রধান অতিথি, পরিমল ত্রিপুরা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো সকলের কাছে দৃশ্যমান। এ বিষয়ে সারাদিনরাত বলেও বক্তব্য শেষ করা যাবে না। সরকারের এ উন্নয়নের ফলে সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ এখন নিন্ম মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছেন, সেসকল কর্মসূচিতে অংশগ্রহন করে বাংদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহবান জানান।
বক্তারা সবাই সরকারের উন্নয়ন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। মহিলা সমাবেশে অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপু খীসা।