প্রকাশ: ২০১৭-০২-১৮ ১৬:৪৬:১৬ || আপডেট: ২০১৭-০২-১৮ ১৬:৪৬:১৬
আবু বকর ছিদ্দিক, গুইমারা থেকে: খাগড়াছড়ি জেলার নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১২টায় গুইমারা উপজেলা পরিষদ এর অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক তুলে দেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান ও উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোঃ রিপন হোসেন।
নবসৃষ্ট গুইমারা উপজেলার প্রথম নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন প্রার্থী। এর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাবু মেমং মারমা (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোঃ ইউছুপ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডাঃ নুুরুন্নবী (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী পূণ্য কান্তি ত্রিপুরা (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী লিন্টন চাকমা (চাশমা) এবং থোয়াই অংগ্য চৌধুরী (টিউবওয়েল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ঝর্ণা ত্রিপুরা (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হ্লাউচিং মারমা (ধানের শীষ) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
প্রর্তীক বরাদ্দ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক- বাবু মেমং মারমা, গুইমারা উপজেলা বিএনপি’র সভাপতি- মোঃ ইউছুপ, সাধারণ সম্পাদক- শেখ ইব্রাহিম, গুইমারা থানার এসআই মোঃ শরীফ, উপজেলা প্রেস ক্লাব গুইমারার সভাপতি এম সাইফুর রহমান (সজিব), উপদেষ্টা মোঃ আব্দুল আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৬ই মার্চ গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৭,৯৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪,৩৬৭ জন এবং মহিলা ভোটার ১৩,৬২৫ জন।