প্রকাশ: ২০১৬-১২-১৮ ১৩:৫৪:৫৪ || আপডেট: ২০১৬-১২-১৮ ১৩:৫৪:৫৪
গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ি গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান,
গুইমারা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বি.এম. মশিউর রহমান’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিনেন, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেনসহ প্রমুখ।
গত ৩১ অক্টোবর নির্বাচনে নির্বাচিত ৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়
আজ রবিবার বিকাল ৩টায় গুইমারায় নব নির্মিত ইউনিয়ন পরিষদ ভবন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই শপথ বাক্য পাঠ করা হয়। আজ যারা শপথ নিলেন তারা হলেন, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রেদাক মারমাসহ ৩টি ইউনিয়নের সকল মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি হেডম্যান, কার্বারী, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণউপস্থিত ছিলেন।
চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, এলাকার উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করাই জন প্রতিনিধিদের কাজ। আর এই মহান দ্বায়্তিকে সামনে রেখে সকলকে এক সাথে কাজ করার আহবান করেন।