প্রকাশ: ২০১৬-১২-০৩ ১৮:৩৩:৩৩ || আপডেট: ২০১৬-১২-০৩ ১৮:৪৯:১৫
খাগড়াছড়ি প্রতিনিধি: খাড়াছড়িতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৮তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে ।
দিবসটি পালন উপলক্ষে আজ সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলের সামনে থেকে র্যালী বের হয়ে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। র্যালিতে জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য সতীষ চন্দ্র চাকমার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, জেলা সমাজ সেবার উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম।
বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জননেতা কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পুলিশ সুপার মো: মজিদ আলি (বিপিএম সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউসার হোসেন ও জেলা সমাজসেবা কর্মকর্তা রোকেয়া বেগম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: শাহজাহান প্রমূখ।
আলোচনে শেষে ১৪জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।