খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

হাতির আক্রমণে মাহুতের মৃত্যু

প্রকাশ: ২০২৩-০৭-২৯ ২২:৪৮:৫৮ || আপডেট: ২০২৩-০৭-২৯ ২৩:০১:৪২

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ায় হাতির আক্রমণে এক মাহুতের মৃত্যু হয়েছে।

শুক্রবার ২৮জুলাই উপজেলার দুর্গম ধনপাতা ছড়া ও নাড়াইছড়ি মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহুত মো. মামুন (৫৫) রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মুসলিম পাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।

জানা যায়, নিহত মো. মামুন ও শুক্কুর আলী একই এলাকার নিজামউদ্দিনের ৩টি হাতির মাহুত হিসেবে দেখাশোনা করতেন। শীতকালে হাতিগুলো নিজ জেলা রাঙামাটির কাপ্তাইয়ে নিয়ে যাওয়ার কথা ছিলো।

মামুনের সঙ্গে থাকা আরেক মাহুত শুক্কুর আলী জানান, ‘প্রতিদিনের মতো হাতিগুলোকে বনে ছেড়ে দিয়ে বুনো খাবার খাওয়াচ্ছিলেন। হঠাৎ হাতিটি আক্রমণাত্মক হয়ে মাহুত মামুনকে আক্রমন করে। এসময় জীবন বাঁচাতে তিনি (শুক্কুর আলী) পালিয়ে এসে স্থানীয়দের খবর দেন।’

এ ঘটনায় একদিন পর শনিবার (২৯ জুলাই) নিহত মো. মামুনের লাশ উপজেলার দুর্গম এলাকা ধনপাতা ও নাড়াইছড়ি মধ্যবর্তী এলাকার নদী থেকে উদ্বার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ‘আজ ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আমরা একটি ইউডি মামলা নিয়েছি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.