প্রকাশ: ২০২৩-০২-২৫ ২১:১৬:০১ || আপডেট: ২০২৩-০২-২৫ ২১:১৬:০২
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ৪র্থ জেলা প্রশাসক টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি ষ্টেডিয়ামে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: সহিদুজ্জামান।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলা বিশিষ্ট ব্যবসায়ী মো: সেলিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, পৌর কাউন্সিল আব্দুল মজিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ক্লাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, স্মাট বাংলাদেশ গড়ার জন্য ক্রীড়া সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে এগিয়ে যেতে হবে। প্রতিভাবান ও যোগ্য খেলোয়ার্ড তৈরী ও বাছাই করার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করে।
টুর্নামেন্টে ৪টি গ্রুপে জেলার বিভিন্ন উপজেলার ১২ দল অংশ গ্রহন করে। উদ্বোধনী খেলায় বি গ্রুপের আনার্স এগ্রো ফার্ম রেঁনেসা স্পোটিং ক্লাবের মুখোমুখি হয়। টসে জিতে আনার্স এগ্রো ফার্ম ফিল্ডিং এর সিদ্ধান্ত গ্রহন করে।