খাগড়াছড়ি, , বুধবার, ২৯ মার্চ ২০২৩

শিক্ষকরাই পারে সুশিক্ষিত জাতি গঠন করতে, দীঘিনালা প্রাথমিক শিক্ষক মিলন মেলায়; কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

প্রকাশ: ২০২৩-০৩-১৮ ২০:২০:৫০ || আপডেট: ২০২৩-০৩-১৮ ২০:২০:৫৪

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি: উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্সের চেয়ারম্যান ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, ‘শিক্ষকরাই পারে সুশিক্ষিত জাতি গঠন করে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সমৃদ্ধশীল দেশ গড়তে। উন্নত জাতি গঠনে শিক্ষকদের আরো দ্বায়িত্ববান হতে হবে।’খাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক শিক্ষক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার মায়ফা পাড়া এলাকার এমপি বাগান বাড়ি মাঠে দীঘিনালা উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা পরিবারের আহ্বায়ক জ্ঞান জ্যোতি চাকমা।

এতে বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম উপস্থিত ছিলেন।

পরে উপজেলার প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি— কে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.