খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

লক্ষীছড়িতে স্কুল শিক্ষার্থীদের আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত

প্রকাশ: ২০২২-১০-৩০ ২০:১৬:১৫ || আপডেট: ২০২২-১০-৩০ ২০:১৬:২২

মনিরুল ইসলাম মাহিমঃ খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিস‘র আয়োজনে লক্ষীছড়ি উপজেলায় স্কুল শিক্ষার্থীদের আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ অক্টোবর) দুল্যাতলী জুনিয়র হাই স্কুল মাঠে আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতায় লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইশতিয়াক ইমন‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজন্তা ইসলাম, দুল্যাতলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ত্রিলন চাকমা (দয়া), দুল্যাতলি জুনিয়র হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি অংক্যজাই মারমা, দুল্যাতলি জুনিয়র হাইস্কুল পরিচালনা কমিটির সদস্য উনু মারমা, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার, মো:আফাজ উদ্দিন।

প্রতিযোগিতায় লক্ষীছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মাইসছড়ি চাইল্ডকেয়ার উচ্চ বিদ্যালয়, লক্ষীছড়ি দুল্যাতলী জুনিয়র হাই স্কুল, তিনটি স্কুলের ছয়টি টিম অংশগ্রহণ করে। লক্ষীছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় বালক দল ৩৬-২২ পয়েন্টে দুল্যাতলী জুনিয়র হাই স্কুল কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দুল্যাতলী জুনিয়র হাই স্কুল বালিকা দল ২৩-১২ পয়েন্টে চাইল্ডকেয়ার উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন অর্জন করে। তিনটি স্কুলের বালক/বালিকা দলের ৭২জন স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে সফলতা অর্জন করে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন /রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হয়।

স্কুল শিক্ষার্থীদের আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতায় ক্রীড়া শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন দুল্যাতলী জুনিয়র হাই স্কুল‘র রাজন চাকমা, মাইসছড়ি চাইল্ডকেয়ার উচ্চ বিদ্যালয়‘র মোঃ নিজাম উদ্দিন এবং রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ হাসান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.