খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

প্রকাশ: ২০২৩-০৪-০১ ২২:৪১:৩০ || আপডেট: ২০২৩-০৪-০১ ২২:৪১:৩৫

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়: পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ফেইক আইডি থেকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্কুল কতৃপক্ষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে।

আজ শনিবার (১লা এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।

এসময় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে অধিকতর গুরুত্বপূর্ণ ও তুলনামূলক কঠিন বিষয় সমূহের উপর বিশেষ ক্লাস নেওয়ার জন্য শিক্ষকদের সাথে মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ পবিত্র রমজান মাস ও এস এস সি পরীক্ষা মিলে দুই মাস বিদ্যালয় বন্ধ থাকবে এবং বন্ধের পর প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে। তাছাড়া করোনা কালীন সময়ে শিক্ষার্থীদের পড়ালেখায় যে ব্যাঘাত ঘটেছে তা পূরণের লক্ষে এ বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নোর কথা বিবেচনা করে অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এ বিশেষ ক্লাসের আওতায় রয়েছে। কিন্তু ৬ষ্ঠ, ৭ম, ৯ম এ তিন শ্রেনী বিশেষ ক্লাসের আওতার বাহিরে। এবং তাদের বিষয়ে বিশেষ ক্লাসের কোনো সিদ্ধান্ত বা আলাপই হয়নি। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে রোমানা ইসলাম নামে নবম শ্রেণির ছাত্রী পরিচয়ে একটি ফেইক আইডি থেকে একটি মিথ্যা ও বিভ্রান্তীকর পোষ্ট করা হয়। তবে রোমানা ইসলাম নামে নবম শ্রেণির কোনো ছাত্রীর অস্তিত্ব বিদ্যালয়ে খুঁজে পাওয়া যায়নি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রোজা না রাখা এবং বিদ্যালয়ে হিজাব পরিধানে নিষেধের বিষয়টি সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট বলেও জানান।

এদিকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী তার বক্তব্যে সাংবাদিকদের বলেন, গত কয়েকদিন আগে রোমানা ইসলাম নামে একটি ফেইসবুক ফেইক আইডি থেকে মিথ্যা ও বিভ্রান্তীকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচার করতেছে যাহা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। স্কুলের সুনাম ও সাম্প্রদায়িক বন্ধন বিনষ্ট করতে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। তিনি বলেন শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে প্রত্যেক বছরের মত এবার ও অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়, যা সরকারি নিয়মনীতি অনুসরণ করে এই দুটি শ্রেনীর জন্য করা হয়েছে। যাতে করে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করে ভালো রেজাল্ট করতে পারে। তবে একটি মহল এই বিশেষ ক্লাস বন্ধ করতে ও বিদ্যালয়ের সুনাম ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এসকল পোষ্ট করতেছে। তাই আমরা বিদ্যালয় কতৃপক্ষ এই ফেইসবুক ফেইক আইডির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ট্রাইবুনালে একটি মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও বলেন বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকরা যেন এসকল ফেইসবুক ফেইক আইডির অপপ্রচারে বিভ্রান্ত না হন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.