খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশ: ২০২৩-০৪-১৪ ১১:১৫:৩৪ || আপডেট: ২০২৩-০৪-১৪ ১১:১৫:৪০

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়: বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিক করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, রামগড় সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন, পৌর মেয়র মো.রফিকুল আলম কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, থানার ওসি (তদন্ত) মো.ফখরুল ইসলাম, সাবেক শিক্ষা কর্মকর্তা রামেশ্বর শীল সহ উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক,শিক্ষার্থী, সাংবাদিকসহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহন করে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.