প্রকাশ: ২০২৩-০৫-২২ ২২:৩২:৩১ || আপডেট: ২০২৩-০৫-২২ ২২:৩২:৩৭
মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়: পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে ২২-২৮ পযর্ন্ত ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২২ মে) সকাল ১১টার সময় উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মিসেস মমতা আফরিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ভূমি সেবা সপ্তাহের উদ্ভোধনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র মো.রফিকুল আলম কামাল, ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নরুল আলম আলমগীর প্রমুখ।
এর আগে রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে রামগড় উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তা,সুবিধা ভোগী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।