খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

রামগড়ে বিজিবি কতৃক হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

প্রকাশ: ২০২৩-০১-৩০ ১৫:৪৪:৪২ || আপডেট: ২০২৩-০১-৩০ ১৫:৪৪:৪৪

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি): পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) কতৃক জোন আওতাধীন বিভিন্ন এলাকার পাহাড়ি-বাঙ্গালী ২১৩ জন হতদরিদ্র, অসহায় গরীব মানুষের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি’র) সম্প্রতি উন্নয়ন কর্মসূচির আওতায় সোমবার (৩০ জানুয়ারী) সকাল ১০টার সময় জোন সদরে খেলার মাঠে এসকল উপহার সামগ্রী ও আর্থিক সহযোগিতা বিতরণ করেন প্রধান অতিথি রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি। এসময় আরও উপস্থিত ছিলেন, উপ-পরিচালক কোয়ার্টার মাষ্টার রাজু আহমেদ পিবিজিএমএম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শান্তি সম্প্রতি উন্নয়ন সীমান্ত সুরক্ষার পাশাপাশি রামগড় জোন আওতাধীন দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত পাহাড়ি-বাঙ্গালী গরীব, অসহায়, দুস্থদের জীবন মান উন্নয়নের জন্য রামগড় জোন কতৃক এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেলাই মেশিন ৪টি, ঢেউ টিন ৪বান, মেয়ের বিয়ের জন্য ৭জনকে, চিকিৎসা বিশেষ ৪জন, চিকিৎসা আর্থিক সহায়তা ৩৭জন, বাদ্যযন্ত্র ২জন, আর্থিক সহায়তা টাকা ৫জন, আর্থিক সহায়তা খাদ্য দ্রব্য ৫০জন ও শীতের কম্বল ১০০জনকে বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিজিবি’র পদস্থ কর্মকর্তা সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.