প্রকাশ: ২০২৩-০৯-১৯ ১৭:২৪:৪৫ || আপডেট: ২০২৩-০৯-১৯ ১৭:২৪:৫১
নিজস্ব প্রতিবেদক, মানিকছড়ি: সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ মানিকছড়ি উপজেলা শাখার উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মো. মাসুদ হোসেন বাপ্পীকে উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল হোসেন ও সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ একটি অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এ সংগঠনে নীতি-আদর্শ ভূলে, নৈতিক অবক্ষয় হওয়া কারো স্থান নেই। সাম্প্রতিক সময়ে নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জাড়িত থাকার অপরাধে উপজেলা শাখার উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মো. মাসুদ হোসেন বাপ্পীকে উপজেলা ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সেই সাথে তাকে স্থায়ী বহিস্কারের জন্য খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের নিকট সুপারিশ করা হয়েছে।