প্রকাশ: ২০২৩-০১-২৪ ২২:৩৯:৩০ || আপডেট: ২০২৩-০১-২৪ ২২:৩৯:৩৩
মানিকছড়ি প্রতিনিধি॥ খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে”শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি মঙ্গলবার দিনব্যাপী বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠিত অ্যাথলেটিকসে ৩২টি ইভেন্টে উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদরাসার দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রক্তিম চৌধুরী। অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, এম.কে আজাদ, মো. সাইফুল ইসলাম, ক্যজ মারমা প্রমূখ।