খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

মাটিরাঙ্গায় মাধ্যমিকে পাশের হার শতকরা ৬৯.৩৪% দাখিলে ৮৫.৪৬% জিপিএ ৫ পেয়েছে ১৩ জন।

প্রকাশ: ২০২৩-০৭-২৮ ২১:১৩:১৩ || আপডেট: ২০২৩-০৭-২৮ ২১:১৩:১৯

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গার ১১টি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয়ের ঘটনা ঘটেছে। বিগত বছরের তুলনায় সিকি পরিমাণ পাশের হার বাড়লেও বাড়ে নি জিপিএ ৫ এর সংখ্যা। মাদ্রাসায় কমছে। শতকরা পাশের হার। এমন ফলাফলে হতাশায় ভুগছেন শিক্ষার্থী ও অভিভাবক মহল।

মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরিক্ষার্থী ১৫৩ জনের মধ্যে পাশ করেছে ৭৮ জন, শতকরা পাশের হার ৫০.৯৮% জিপিএ৫ পেয়েছে ২ জন। তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয়ে মোট পরিক্ষার্থী ৩২৫জনের মধ্যে পাশ করেছে ২৩৪ জন, শতকরা পাশের হার ৭২.০০%। গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ে মোট পরিক্ষার্থী ১৮৬ জনের মধ্যে পাশ করেছে ১৫২ জন, শতকরা পাশের হার ৮১.৭২% জিপিএ ৫ পেয়েছে ২ জন। শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরিক্ষার্থী ৬৭জনের মধ্যে পাশ করেছে ৫৫জন, শতকরা পাশের হার ৮২.০৯%। আমতলী উচ্চ বিদ্যালয়ে মোট পরিক্ষার্থী ১৫৪ জনের মধ্যে পাশ করেছে ১২২ জন, শতকরা পাশের হার ৭০.৮৯%। তাইন্দং উচ্চ বিদ্যালয়ে মোট পরিক্ষার্থী ২৫৯ জনের মধ্যে পাশ করেছে ১৯৯ জন, শতকরা পাশের হার ৮৬.৮৩% জিপিএ৫ পেয়েছে ১জন। মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় মোট পরিক্ষার্থী ১২৫ জনের মধ্যে পাশ করেছে ৭৬ জন, শতকরা পাশের হার ৬০.৮০%। খেদাছড়া উচ্চ বিদ্যালয়ে মোট পরিক্ষার্থী ১০৩ জনের মধ্যে পাশ করেছে ৪৯ জন, শতকরা পাশের হার ৪৭.৫৭%।মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ, মোট পরিক্ষার্থী ১৪৮ জনের মধ্যে পাশ করেছে ৮৮ জন, শতকরা পাশের হার ৫৯.৪৫ %জিপিএ৫ পেয়েছে ৪জন। আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয়ে মোট পরিক্ষার্থী ৭৪ জনের মধ্যে পাশ করেছে ৬০ জন, শতকরা পাশের হার ৮১.০১%। বড়নাল মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মোট পরিক্ষার্থী ৩৪ জনের মধ্যে পাশ করেছে ১৬ জন, শতকরা পাশের হার ৫৩.৩৩%। উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১৬২৮ পরিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১১২৯ জন শতকরা পাশের হার ৬৯.৩৪% মোট জিপিএ ৫ ৯জন।

এদিকে, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায়, পরিক্ষার্থী ৪১জনের মধ্যে পাশ করেছে ৩৭ জন, শতকরা পাশের হার ৯২.৫০%। তবলছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসা মোট পরিক্ষার্থী ৩৬ জনের মধ্যে পাশ করেছে ৩০ জন, শতকরা পাশের হার ৮৩.৩৩%। তাইন্দং মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মোট পরিক্ষার্থী ৫৫ জনের মধ্যে পাশ করেছে ৪৫ জন, শতকরা পাশের হার ৮১.৮১%। খেদাছড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মোট পরিক্ষার্থী ২৫ জনের মধ্যে পাশ করেছে ২৩ জন, শতকরা পাশের হার ৯২%। গোমতি পশ্চিমপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মোট পরিক্ষার্থী ১৫ জনের মধ্যে পাশ করেছে ১২জন, শতকরা পাশের হার ৮৪.৪৬%।

উপজেলার মোট ১৭২জন দাখিল পরিক্ষার্থীদের মধ্যে কৃতকার্য হয়েছে ১৪৭ জন। শতকরা পাশের হার ৮৫.৪৬%। জিপিএ ৫ শূণ্য। গত বছরের তুলনায় দাখিলে কমেছে শতকরা পাশের হার। জিপিএ৫ নাই।

দুইটি ভোকেশনাল কেন্দ্রে যথাক্রমে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মোট পরিক্ষার্থী ৭০জনের মধ্যে পাশ করেছে ৫১ জন, শতকরা পাশের হার ৭২.৮৫%। শান্তিপুর উচ্চ বিদ্যালয় মোট পরিক্ষার্থী ৪৪ জনের মধ্যে পাশ করেছে ৩৭ জন, শতকরা পাশের হার ৮৪.০৯ %জিপিএ ৫ পেয়েছে ৪ জন।

গতবছর মাটিরাঙ্গায় এসএসসি ও সমমানের পরিক্ষায় পাশের হার মাধ্যমিকে ৬৭.০৩% দাখিলে ৯৭.৪৮% জিপিএ ৫ পেয়েছে ৩৯ জন। এ বছর এসএসসি ও সমমানের পরিক্ষায় পাশের হার মাধ্যমিকে ৬৯.৩৪% দাখিলে ৮৫.৪৬%। জিপিএ ৫ পেয়েছে মাধ্যমিক ও সমমানে ৯জন, ভোকেশনালে ৪জন সহ মোট ১৩ জন।

ফলাফল বিশ্লেষণে গত বছরের তুলনায় মাধ্যমিক পাশের হার বেড়েছে ২.৩১%, মাদ্রাসায় কমেছে ৯.০২%। সব বিভাগে জিপিএ ৫ কমেছে।

এহেন ফলাফলের কারন হিসেবে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি অনীহা মোবাইল আসক্তিকে দুষছেন সচেতন মহল। কাম্য ফলাফল না হওয়ায় শিক্ষার মান নিয়ে দুশ্চিন্তায় সকল মহল।

এদিকে, এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর উল্লাসে মেতেছে উত্তীর্ণ শিক্ষার্থীরা। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে আনন্দে মাতোয়ারা তারা। তাদের এ উল্লাসে সঙ্গ দিচ্ছেন অভিভাবকরাও।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.