খাগড়াছড়ি, , বুধবার, ২৯ মার্চ ২০২৩

মহালছড়ির সোনামুখী চাকমা ও রিন্টু চাকমারা পাবে কি আশ্রায়ন প্রকল্পের ঘর ?

প্রকাশ: ২০২৩-০৩-১৮ ২০:২৯:৪১ || আপডেট: ২০২৩-০৩-১৮ ২০:২৯:৪৭

দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হেডম্যান পাড়ার বিধবা দৃষ্টি প্রতিবন্ধীর সংসারে নুন আনতে পান্তা ফুরায় অবস্তা, অভাবের সংসারে একটি জির্ণসীর্ণ ঘরে কোন রকমে বিবাহযোগ্য মেয়েকে নিয়ে দিনাতিপাত করছে। এমনই অবস্তায় তার আকুল আর্তি স্থানীয় উপজেলা প্রশাসন যদি সদয় হয়ে তার নামে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প থেকে একটি ঘর বরাদ্দ দেন তাহলে তিনি অশেষ উপকৃত হবেন।

পাশাপাশি মহালছড়ি সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেম রঞ্জন পাড়ার রঙ্গ লাল চাকমার পুত্র রিন্টু চাকমার বাড়ীতে গিয়ে দেখা যায় আরো এক করুন দৃশ্য এ যেন বাত্ত্বির নিচে আঁধার এর মতো। দেখা যায় খরের ছাউনি দেওয়া কুঁড়ে ঘরে রিন্টু চাকমার পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপনের দৃশ্য। এলাকার সচেতন মহলের বিশ্বাস স্থানীয় উপজেলা প্রশাসন এ ব্যাপারে গুরুত্ব সহকারে জরুরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রত্যাশা করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.