প্রকাশ: ২০২৩-০৯-১২ ২১:১১:১০ || আপডেট: ২০২৩-০৯-১২ ২১:১১:১৬
দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর মঙ্গলবার খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা মহালছড়ি উপজেলা পর্যায়ে সমাপনি ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ খান ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রবীন সিনিয়র সাংবাদিক দীপক সেন আরও উপস্থিত ছিলেন, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষা প্রতিষ্ঠান সমূহে প্রধান শিক্ষকগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সুইহলা অং রাখাইন এর সুচারু ও সুষ্ঠ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাপনী অনুষ্ঠানে চুড়ান্ত পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার আপ নিম্নলিখিত
ফুটবল বালক- চ্যাম্পিয়ন সিঙ্গিনালা উবি, রানারআপ মাইসছড়ি উবি; ফুটবল বালিকা- চ্যাম্পিয়ন মাইসছড়ি উবি। রানারআপ আদর্শ বালিকা উবি; কাবাডি বালক- চ্যাম্পিয়ন মহালছড়ি সরকারি উবি, রানারআপ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ উবি, কাবাডি বালিকা- চ্যাম্পিয়ন মহালছড়ি উবি, রানারআপ মাইসছড়ি উবি, হ্যান্ডবল বালক- চ্যাম্পিয়ন মহালছড়ি সরকারি উবি, রানারআপ এপিবিএন আইডিয়াল স্কুল।
উল্লেখিত স্কুলদল সমূহের মাঝে পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে মহালছড়ি উপজেলা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সুসম্পন্ন হয়। এদিন সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে খেলা দেখতে হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে।