প্রকাশ: ২০২২-১০-২২ ১৯:৪৪:৪৩ || আপডেট: ২০২২-১০-২২ ১৯:৪৪:৪৪
মনিরুল ইসলাম মাহিমঃ খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিস‘র আয়োজনে, মহালছড়িতে স্কুল শিক্ষার্থীদের আন্তঃ উপজেলা হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ০৯:০০টায় মহালছড়ি সরকারি উচ্ছ বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দিন‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার জোবাইদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি সমবায় অফিসার মো: আলমগীর হোসেন।
স্কুল শিক্ষার্থীদের আন্তঃ উপজেলা হ্যান্ডবল প্রতিযোগিতায় দুইটি স্কুলের চারটি টিম অংশগ্রহণ করে। দুল্যাতলী জুনিয়র হাই স্কুল বালিকা দল ৫-১গোলে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে, অন্যদিকে বালক টিম দুল্যাতলী জুনিয়র হাই স্কুলকে ১০-০৩ গোলে হারিয়ে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন অর্জন করে। প্রতিযোগিতায় দুই স্কুলের বালক ২৪ জন এবং বালিকা ২৪জন অংশগ্রহন করে।
প্রতিযোগিতায় ক্রীড়া শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন পিপলু অং রাখাইন, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও রাজন চাকমা দুল্যাতলী জুনিয়র হাই স্কুল। রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন মোঃ হাসান।