প্রকাশ: ২০২৩-০৩-১৮ ১২:৩১:৩৭ || আপডেট: ২০২৩-০৩-১৮ ১২:৩১:৪৩
দীপক সেন, মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মহালছড়ি উপজেলা প্রশাসন/ পরিষদ, আওয়ামীলীগ ও সহযোগি অঙ্গ সংগঠন, মহালছড়ি সদর ও মুবাছড়ি ইউনিয়ন পরিষদ, মনাটেক/যাদুকানালা মৎস্য সমবায় সমিতি, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব ও মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহালছড়ি উপজেলায় স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্ফস্তবক অর্পন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় টাউন হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা অনুষ্ঠান ও চিত্রাংকনের পুরষ্কার বিতরন অনুষ্ঠান।
উপজেলা আওয়ামীলীগ আনন্দ র্যালী, দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান উদযাপন করেন। দিবসটি উদযাপন উপলক্ষে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় দিনব্যাপী পৃথক অনুষ্ঠান মালা পালন করেন, এসব অনুষ্ঠান মালার মধ্যে ছিল বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও শিক্ষক মন্ডলীদের অংশ গ্রহণে আনন্দ র্যালী, আলোচনা সভা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকনের পুরষ্কার বিতরণ ও কেক কাটা উদযাপন। উক্ত বিদ্যালয়ের অডিটরিয়ামে প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মহালছড়ি উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অত্রাঞ্চলের পেশাদার সাংবাদিকতা জগতের পথিকৃত ও প্রবীন সিনিয়র সাংবাদিক দীপক সেন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশুতোষ বড়ুয়া, ডায়মন্ড খীসা, সুইহলাঅং রাখাইন, আশীষ বাবু ও জয়নাল আবেদীন প্রমুখ। উক্ত বিদ্যালয়ের দিনব্যাপী অনুষ্ঠানের সর্বোচ্চ আকষর্ণীয় দিক ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো, বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অর্পিতা চাকমা’র মনমুগ্ধকর দৃষ্টি নন্দন তবলা বাজানোর বিষয়টি অনুষ্ঠানে উপস্থিত সর্বস্থরের সকলের দৃষ্টি আকর্ষণ করে। সর্বশেষ বিদ্যালয়ের মাসব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালার সফল পরিসমাপ্তী।
এবারের বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশুদিবেসর মূল প্রতিপাদ্য “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধু জন্মদিন শিশুদের চোখ স্বপ্নে রঙিন”।