প্রকাশ: ২০২২-১০-১৫ ২০:০৬:৫৯ || আপডেট: ২০২২-১০-১৫ ২০:০৭:০১
খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির পানছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি থানা পুলিশ কর্তৃক বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ও তিনজন আসামীকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম এর দিক নির্দেশনায়, পানছড়ি থানা অফিসার ইনচার্জ আনচারুল করিম এর নের্তৃত্বে এস আই নাজমুল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় পানছড়ি থানাধীন কলোনী পাড়া জামে মসজিদ মার্কেটের সামনে একটি নম্বর বিহীন সিএনজি টেক্সি তল্লাশী করা কালে ভারতীয় সীমান্ত এলাকা হইতে আমদানি নিষিদ্ধ ৩৯ বোতল ভারতীয় মদ, ভারতীয় বিভিন্ন পণ্যসহ, পানছড়ি সুতকর্মা পাড়ার রমেশ বিকাশ চাকমার ছেলে সুরেশ চাকমা(৩২), দীঘিনালা বড়াদম‘র প্রিয়জ্যোতি চাকমা স্ত্রী হেপী চাকমা(৩৮), পানছড়ি জাগুর নালার প্রবীন চাকমার স্ত্রী প্রভাতী চাকমা (৫০)কে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য মোট ৬১৯১৫২ টাকা।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ আনচারুল করিম জানান, কোন চোরাকারবারিদের ছাড় দেওয়া হবে না। বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানো হয়েছে।