খাগড়াছড়ি, , বুধবার, ২৯ মার্চ ২০২৩

বান্দরবান রোয়াংছড়িতে মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন এর হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশ: ২০২৩-০৩-১৮ ১২:৫৯:৪২ || আপডেট: ২০২৩-০৩-১৮ ১২:৫৯:৪৭

খাগড়াছড়ি প্রতিনিধি: বান্দরবান রোয়াংছড়িতে মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিম উদ্দিন এর হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।

১৭ মার্চ শুক্রবার বিকাল পোনে ৪টার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্তরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান।

পিসিএনপি’র খাগড়াছড়ি জেলা আহবায়ক শাহাদাৎ হোসেন কায়েস এর সঞ্চালনায় ও অধ্যক্ষ আবু তাহেরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি ইন্জিনিয়ার আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা প্রমূখ। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, জেলা সভাপতি সুমন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম রনি, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল পিসিএনপি, পিসিসিপি, পিসিএমপি’র কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়।

বক্তারা বলেন- সর্বক্ষেত্রে পার্বত্য এলাকার সকল নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে “এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পাহাড়িদের চিকিৎসা সেবা দিতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর গমনকারী টহল দলের উপর পাহাড়ী দেশদ্রোহী সশস্ত্র সন্ত্রাসী (কেএনএফ) কর্তৃক গুলিবর্ষণ করে মাস্টার ওয়ারেন্ট অফিসার শহীদ নাজিম উদ্দিনকে হত্যা ও রুমা উপজেলায় নির্মাণ শ্রমিকদের উপর গুলিবর্ষণ, সাবেক সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের কর্মকর্তা অপহরণের প্রতিবাদ জানান এবং এর দ্রুত বিচার ও উদ্ধারের আহবান জানান। অন্যথায় আগামীতে বড় কর্মসূচী দিবে বলে জানান।

তারা বলেন- তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে দেশপ্রেমিক জনতা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে। আমরা আর বসে থাকবো না। যেখানে সেনাবাহিনী হত্যার শিকার হয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ? পার্বত্য চট্টগ্রামে মানুষ আজ নিরাপত্তাহীনতায়। কেউ নিরাপদে নেই। মানুষ এক আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছে। সন্ত্রাসীদের চাঁদাবাজি, অপহরণ, খুন-গুম আজ সাধারণ মানুষ অতিষ্ঠ। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা সরকার ও প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.