প্রকাশ: ২০২৩-০৫-২৫ ২৩:২৯:৪২ || আপডেট: ২০২৩-০৫-২৫ ২৩:২৯:৪৭
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর উপজেলা পেরাছড়া ইউনিয়ন পরিষদের (২০২৩-২০২৪) অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “স্বচ্ছতা,জবাবদিহিতা-উন্মুক্ত বাজেট উন্নয়নের সফলতা”।
বৃহস্পতিবার (২৫মে) সকাল সাড়ে ১০টার দিকে পেরাছড়া ইউনিয়ন পরিষদের হল রুমে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পরপরেই আগামী (২০২৩-২০২৪) অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা এবং সভা সঞ্চালনা করেন অত্র ইউনিয়নের সচিব বেগীন চাকমা।
এ সভায় আগামী (২০২৩-২০২৪) অর্থবছরের রাজস্ব ও উন্নয়ন খাতে সর্বমোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ১কোটি ১৫লক্ষ ৩০হাজার ৪’শ ৬২টাকা এবং সর্বমোট সম্ভাব্য ব্যয় ধরা হয়ে ১কোটি ১৫লক্ষ ১২হাজার ৬’শ ৭৯টাকা। সম্ভাব্য স্থিতি ধরা হয়েছে ১৭হাজার ৭’শ ৮৩টাকা।
এ বাজেট সভায় পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা বলেন, এ ইউনিয়নের যেকোন কাজের কতটুকু বৈধ তা প্রমাণ করে থাকেস্বচ্ছতা হলো এমন একটি বিমূর্ত ধারণা যেটা দ্বারা এ ইউনিয়নের সকল জনসাধারণ উপলব্ধি করতে পারে। এটি একটি সুশাসনের বৈশিষ্ট্য। সরকারি সকল কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর সুশাসন নির্ভর করে থাকে। তাই প্রতিবছরের ন্যায় আজকেও আপনাদের মাঝে আমরা এ ইউনিয়ন উন্মুক্তভাবে বাজেট ঘোষণা করেছি। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নাগরিক তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা’র সহকারী শিক্ষা অফিসার সমাবেশ চাকমা, পেরাছড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য চায়না ত্রিপুরা, মহিলা সদস্য রাঙ্গাবী চাকমা,সদস্য কান্তি বিকাশ চাকমা, ম্রাসাথোয়াই মারমা, বিপ্লব ত্রিপুরা, নির্মল ত্রিপুরা (মন্টু), নিলাংকুর ত্রিপুরা, আকাশ চাকমা, নিতু ত্রিপুরা, ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহকারী অফিসার অংগ্যজাই মারমাসহ অত্র ইউনিয়নের গণ্যব্যক্তিরা উপস্থিত ছিলেন।