প্রকাশ: ২০২২-১২-০৯ ১৬:২৯:৫৭ || আপডেট: ২০২২-১২-০৯ ১৬:৩০:০৩
নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির গুইমারাতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। উপজেলা পরিষদ হল রুমে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোতাছেম বিল্যা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিশেষ করে আইন প্রয়েগকারী সংস্থা, প্রশাসন, বিচার প্রক্রিয়া, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠ, দক্ষতা ও পেশাদায়িত্ব নিশ্চিত করতে হবে। দেশের প্রতিটি সেক্টরের জবাবদিহিতা থাকতে হবে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল ওহাব,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র/ছাত্রী ও সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ।