প্রকাশ: ২০২৩-০২-০৬ ১৬:৪৫:১৩ || আপডেট: ২০২৩-০২-০৬ ১৬:৪৫:১৫
সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় বোধি প্রজ্ঞাচারিয়া স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দীঘিনালা ইউনিয়নের মধ্যে বানছড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলটির উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম। এসময় তিনি স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রজ্ঞা জ্যোতি মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্কুল জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ স্থান। দক্ষ হাতে স্কুল পরিচালনা করা হলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং দক্ষ জনশক্তি গড়ে উঠবে।’এসময় সকল অভিভাবকদের তাদের সন্তানের শিক্ষার বিষয়ে সচেতন ও পাহাড়ে মান সম্মত শিক্ষার পাশাপাশি সন্ত্রাস ও মাদক থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রজ্ঞা জ্যোতি মহাথের সভাপতির বক্তব্যে স্কুলটির সম্পর্কে বলেন, ‘দক্ষ শিক্ষক- শিক্ষিকার মাধ্যমে মানসম্মত শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমরা এ স্কুলটি প্রতিষ্ঠা করেছি।’
এতে অন্যদের মধ্যে বক্তব্যদেন, দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যার নব কমল চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ্ আল- মামুন, দীঘিনালা ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা ও জীব কান্তি চাকমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, সাংবাদিক পলাশ বড়ুয়া প্রমুখ।
এর আগে প্রধান আতিথি ও বিশেষ অতিথিদের উত্তোরীও দিয়ে বরণ করা হয়। পরে স্কুলটির সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।