খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

দীঘিনালায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশ: ২০২৩-০৬-১৯ ২০:২৭:০১ || আপডেট: ২০২৩-০৬-১৯ ২১:২৪:৫৯

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে ০১নং মেরুং ইউনিয়ন পরিষদ একাদশ।

সোমবার (১৯ জুন) বিকেলে উপজেলার দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ১নং মেরুং ইউনিয়ন পরিষদ একাদশ ৪-১ গোলে ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ মুসুদ্দী’র সঞ্চালনায় আয়োজিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম। ইউএনও মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে উপজেলার ইউনিয়ন গুলোর জনসাধারণের মাঝে মিলন মেলা হয়েছে। খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে।’ তিনি বলেন, ‘অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।’

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, ১নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সুশিল সমাজ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

এসময় টুনার্মেন্টের চ্যাম্পিয়ান ও রানার আপ দলের মাঝে ট্রফি প্রদান করেন। এছাড়াও আয়োজিত টুনার্মেন্টের সেরা খেলোয়ার হিসেবে বিজয়ী দলের রহমত উল্লাহ (ফারজু) ও মো. ইমরান সেরা গোলকিপার হিসেবে পদক পেয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.