খাগড়াছড়ি, , শুক্রবার, ৯ জুন ২০২৩

দীঘিনালায় কুপিয়ে এক যুবককে হত্যা

প্রকাশ: ২০২৩-০৫-০৩ ১০:১৬:৩৫ || আপডেট: ২০২৩-০৫-০৩ ১০:১৬:৪১

দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় রাহুল কর্মকার (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে স্থানীয়দের ধারনা গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

আজ (বুধবার) বোয়ালখালি (সদর) ইউনিয়নের সুধীর মেম্বার পাড়ায় সকাল ৯টায় পাকা সড়কের পাশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত রাহুল সুধীর মেম্বার পাড়ার মৃত তপন কর্মকারের ছেলে। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ইব্রাহিম কালু জানান, নিহতের পিছনদিকে মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক চিহ্ন রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.