প্রকাশ: ২০২৩-০৫-২৫ ২৩:১০:৫৪ || আপডেট: ২০২৩-০৫-২৫ ২৩:১০:৫৯
সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি: কিশোরীদের স্বাস্থ্যগত সচেতন করতে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম এলাকায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নয় মাইল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বৃহষ্পতিবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে প্রায় ২শতাধিক ছাত্রীদের অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভা করা হয়।
খাগড়াছড়ি তৃনমূল উন্নয়ন সংস্থার আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি। প্রধান অতিথি উপস্থিত সকল ছাত্রীদের মাঝে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরন করেন।
এর আগে আলোচনা সভায় ছাত্রীদের সচেতনতার উদ্দেশ্যে মাহমুদা বেগম লাকী বলেন, ‘মাসিক বা পিরিয়ড এটি প্রত্যেক নারীর নিয়মিত প্রাকৃতিক বিষয়। এটি নিয়ে সংকোচ না করে পরিচ্ছন্ন থাকার বিষয়ে সচেতন হতে হবে।’
সভায় বক্তারা বলেন, ‘দুর্গম এলাকায় বাল্যবিবাহের প্রকব থেকে কিশোরীদের সুরক্ষা দিতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধ করতে নিজেদের সবার আগে সচেতন হতে হবে। এলাকার কার্বারী ও বিদ্যালয়ের শিক্ষকদের এবিষয়ে আরো সজাগ থাকতে হবে।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্যদেন, নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা, তৃণমূল উন্নয়ন সংস্থার প্রকল্প ব্যবস্থাপক স্যুইচিং অং মারমা, তৃণমূল সংস্থার কর্মী মিহির কান্তি ত্রিপুরা, মেরুং ইউপি ২নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা, ১নং ইউপি ভুবন মোহন ত্রিপুরা, স্থানীয় কার্বারী অঞ্জলী ত্রিপুরা প্রমুখ।