প্রকাশ: ২০২২-০৫-২৩ ২২:১১:২৪ || আপডেট: ২০২২-০৫-২৩ ২৩:০৭:৩৯
সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন(সেনানিবাস) কর্তৃক ‘জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) বিকাল সারে ৩ টায় এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোন অধিনায়ক (সিইও) লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, পিএসসি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের সদ্য যোগদানকৃত ৪ ই বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রুমন পারভেজ, পিএসসি, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
ফাইনাল খেলায় বোয়ালখালী ও মেরুং ইউনিয়ন অংশ নেয়। ফাইনালে বোয়ালখালী ইউনিয়ন একাদশ ৪টি গোল করে চ্যাম্পিয়েন শিরোপা অর্জন করে। অপরদিকে মেরুং ইউনিয়ন কোন গোল করতে পারেনি। প্রধান অতিথি দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, পিএসসি বিজয়ী হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ক্রেস তুলে দেন। এছাড়াও তিনি রানাস আপ দলকে ২০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার টাকা পুরস্কার হিসেবে খেলোয়ারদের হাতে তুলে দেন।
এ সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোনাল স্টাফ অফিসার মেজর মির্জা মেহেদী আসলাম বেগ, জোন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ শাহনেওয়াজ, দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী- ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান সহ ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।