প্রকাশ: ২০২২-০৯-১৭ ১৯:২৯:০৪ || আপডেট: ২০২২-০৯-২০ ১৩:২৫:৪৮
মানিকছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিস‘র আয়োজনে মানিকছড়ি উপজেলায় স্কুল ছাত্রদের আন্তঃ উপজেলা সাঁতার প্রতিযোগিতা -২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা‘র সাধারন সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম, বিচারক হিসাবে উপস্থিত ছিলেন জনাব ইমরান হোসেন, সোহেল খান ও ক্রীড়া শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে জনাব রাজন চাকমা, দুল্যাতলী উচ্চ বিদ্যালয়, লক্ষীছড়ি।
মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলার শিক্ষার্থীরা দারুণ উৎসাহ -উদ্দীপনা নিয়ে সাঁতার প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী। রক্তিম চৌধুরী বলেন, এই ধরণের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছেলে মেয়েদের সুপ্ত প্রতিভা বিকশিত হয়।
আন্তঃ উপজেলা সাঁতার প্রতিযোগিতা-২০২২ এ মোট ১০টি স্কুলের প্রায় ৮০জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।