খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

জাতীয় শিশু দিবস উপলক্ষে রামগড় জোন কতৃক চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

প্রকাশ: ২০২৩-০৩-১৭ ১৬:৩৮:৪৬ || আপডেট: ২০২৩-০৩-১৭ ১৬:৩৮:৫২

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড়: পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে বাংলাদেশ বর্ডার গার্ড রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি’র আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে দুটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় রামগড়ে শহীদ ক্যাপ্টেন আবতাবুল কাদের বিদ্যালয়ে রামগড় জোন কতৃক কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রামগড় ব্যাটালিয়ন (৪৩) বিজিবি’র জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো.হাফিজুর রহমান, পিএসসি।

এছাড়াও সকাল সাড়ে ১০টায় রামগড় ইউনিয়নের ২নং ওর্য়াডে অবস্থিত অন্তপাড়া জুনিয়র হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে রামগড় জোন অধিনায়ক এর নিদের্শনায় বৈদ্য পাড়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ খালেক বিজয়ী সহ সকল ছাত্র-ছাত্রীদের হাতে বিশেষ পুরষ্কার তুলে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবি’র পদস্থ কর্মকর্তাগন, স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা স্থানীয় জনপ্রতিনিধি ও কোমলমতি ছাত্র-ছাত্রীরা সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ প্রমূখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.