খাগড়াছড়ি, , শুক্রবার, ৯ জুন ২০২৩

গুইমারা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০২৩-০৩-২৮ ২৩:০১:০০ || আপডেট: ২০২৩-০৩-২৯ ১২:৩৯:৫৪

নিজস্ব প্রতিবেদক।।

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।

মঙ্গলবার (২৮মার্চ) সকালে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। এছাড়াও গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, কংজরী মারমা, গুইমারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংশে চৌধুরী সহ সরকারি কর্মকর্তা কর্মচারি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী বলেন, “আইন শৃঙ্খলা রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের প্রচেষ্টায় দুর্নীতি, চাঁদাবাজী, মাদক সেবন ও পাচারসহ সকল প্রকার অনৈতিক কাজ বন্ধ করা সম্ভব।”

অপরদিকে গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা বলেন, “প্রধান মন্ত্রীর একান্ত প্রচেষ্ঠায় সারাদেশের ন্যায় খাগড়াছড়ির গুইমারাতেও ব্যাপক উন্নয়ন হয়েছে।’ ‘ভূমিহীনদের ভূমি হস্তান্তর, গৃহহীনদের গৃহ হস্তান্তর সহ মসজিদ-মন্দির, রাস্তা ঘাট ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নির্মানে বতর্মান সরকার অক্রান্তিক চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।’ ‘তার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.