প্রকাশ: ২০২৩-০৩-২৮ ১৮:২৫:৩১ || আপডেট: ২০২৩-০৩-২৮ ২২:৩৩:০৮
জ্যাক ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি।।
গুইমারা সেনা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীদের গরীবের সুপার শপ থেকে ১০টাকার বাজারপণ্য পেল ৫শ পরিবার।
মঙ্গলবার (২৮মার্চ) সকাল থেকে গুইমারা সরকারি কলেজ মাঠে এ সুপার শপ ক্রয় করেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আর্থিক ভাবে অসচ্ছল ও অসহায় পরিবার।এ উপলক্ষে এসব কার্যক্রমের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা।
উদ্বোধনকালে অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা বলেন, পাহাড়ে স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন আভিযানিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে। এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এ সুপার শপে ১০টাকায় ক্রেতারা যেকোন ধরনের বাজার পণ্য ক্রয় করে থাকে। বাজারপণ্যের তালিকার মধ্যে:- দুই টাকায় ২কেজি আটা, এক টাকায় চাল, ৬টাকায় দেড় কেজি মুরগি, তিন টাকায় ১কেজি চিনি, এক টাকায় এক কেজি আলু, দুই টাকায় এক কেজি ছোলা, এক টাকায় এক কেজি পেয়াঁজ, এক টাকায় একটি বড় লাউ, এক টাকায় ১টি মিষ্টি কুমড়া, দুই টাকায় ২কেজি এংকর ডাল, এক টাকায় এক প্যাকেট বিস্কুট, এক টাকায় এক প্যাকেট সুজি, এক টাকায় ২০০গ্রাম নুডলস, তিন টাকায় ১কেজি মসুর ডাল, তিন টাকায় ১লিটার তেল, এক টাকায় ১কেজি লবণ, এক টাকায় ১কেজি সুজি, দুই টাকায় ১ডজন ডিম সুপার শপে ৫’শত পরিবার বাজারপণ্য ক্রয় করেন। এ দিন সকাল ১০টা থেকে দুপুর ০২টা পর্যন্ত চলে দশ টাকার এ সুপার সপ।
এ সময় অন্যান্যের মধ্যে সেনা রিজিয়নের পদস্থ কর্মকর্তা ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।