খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

খেলাধুলা শরীর গঠনের এক অন্যতম উৎস: খাগড়াছড়ি জেলা প্রশাসক সহিদুজ্জামান

প্রকাশ: ২০২৩-০৬-২৫ ২১:৪৬:৩১ || আপডেট: ২০২৩-০৬-২৬ ১৬:৫৩:১৩

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেছেন, প্রত্যন্ত অঞ্চলের যে প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন, তাদেরকে একটা প্লাটফর্মে নিয়ে প্রমোট করবো। ক্রীড়া সংস্থার উদ্যোগে সারা বছর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়, সেটা খাগড়াছড়িবাসীর জন্য। যাতে খেলোয়াড়রা বেশি বেশি করে খেলায় অংশগ্রহণ করবে এবং খাগড়াছড়িবাসীর জন্য সুনাম বয়ে আনবে। দেশে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, একাডেমি রয়েছে সেখানেও খাগড়াছড়ির খেলোয়াড়রা সফলতার সাথে প্রশিক্ষণ গ্রহন করছে। বর্তমানে পার্বত্য জেলার খেলোয়াড়েরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে আগামীতে বিশ্বের যে কোন জায়গায় নাম লেখাবে। খেলাধুলায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা শারীরিক, মানসিক এবং সামাজিক গুণাবলি অর্জন করে এবং নিজেকে সুনাগরিক হিসাবে গড়ে তোলে।

রবিবার (২৫জুন) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু আন্ত: কলেজ ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন- তোমরা সামনে এগিয়ে যাও। তোমাদের সফলতায় পাশে থাকবে খাগড়াছড়ি জেলা প্রশাসন।

আয়োজিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবীর সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, ক্রীড়া অফিসার মোঃ আফাজ উদ্দিন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, খেলাধুলায় শরীরের রোগ প্রতিরোধ করে। শিক্ষার্থীদের খেলাধুলা করলে মনোবল শক্তি বাড়ে। খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। শরীর ও মনের সুস্থতার উপরই নির্ভর করে তার ভবিষ্যৎ জীবনের সুখ-সমৃদ্ধি। খেলাধুলা শরীর গঠনের এক অন্যতম উৎস। খেলাধুলার মধ্যেই মানুষ খুঁজে পায় জীবন বিকাশের পথ, পায় জীবন সংগ্রামের দৃঢ় মনোবল। সব খেলাতেই জয়-পরাজয় থাকে। খেলাধুলা মানুষের মধ্যে জয় পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি করে। জীবনকে পরিচ্ছন্ন, গতিময় ও সাবলীল করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা ।

আলোকিত পাহাড়/দহেন/খাগড়াছড়ি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.