খাগড়াছড়ি, , মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

খাগড়াছড়িতে যক্ষা রোগ সচেতনতায় সাংবাদিকদের নিয়ে নাটাবের অ্যাডভোকেসি সভা

প্রকাশ: ২০২৩-০৬-০৮ ২৩:৪৮:২৮ || আপডেট: ২০২৩-০৬-০৮ ২৩:৪৮:৩৪

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির হলরুমে যক্ষ্মা নিয়ন্ত্রণে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এর আয়োজনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮জুন) সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর ২৫০ সয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. শহীদ তালুকদার।

নাটাব খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক জীতেন বড়ুয়ার সভাপতিত্বে ও উপস্থাপনায় উপস্থিত ছিলেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর হাসপাতালের আরএমও ডা. রিপল বাপ্পি চাকমা। খাগড়াছড়ির প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ‘

সভায় বক্তারা বলেন, যক্ষ্মা মানুষের শরীরে দু’টি অংশে চোখ ও নক ছাড়া শরীরে যেকোনো অংশে যক্ষ্মা রোগ হতে পারে। যক্ষ্মা হলে দ্রুত চিকিৎসা নিতে হবে। পাশাপাশি যক্ষ্মা রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যক্ষ্মারোগীকে পরিমিত, নিয়মিত, ক্রমাগত ও নির্দিষ্ট সময় পর্যন্ত ওষুধ খেতে হবে। কয়েক মাস ওষুধ খেয়ে অসমাপ্ত রাখলে পরবর্তিতে যক্ষ্মা রোগ হলে রোগীর ওষুধ খেলেও কার্যকারী হবে না। তাই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করার পরামর্শ দেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.